অর্ধেক টম্যাটো কেটে তার নির্যাস বের করে নিতে হবে ওই নির্যাস যেখানে যেখানে ট্যান রয়েছে, সেখানে ব্যবহার করতে হবে বাজারে সারাবছর পাওয়া যায় এমন একটা সবজি হল ফুলকপি ফুলকপি যেমন রান্না সুস্বাদু করে তেমনই এর গুণে দূর হয় ত্বকের ট্যান আলুর টুকরো পেস্ট করে নিয়ে ট্যানের জায়গায় দেওয়া যেতে পারে আবার আলু কেটে ওই অংশ সরাসরি ট্যান পড়া জায়গায় দেওয়া যেতে পারে সপ্তাহে অন্তত দুবার গাজরের কুচি ত্বকে ব্যবহার করলে উজ্জ্বল হবে ত্বক গাজরের রস ত্বকের পোড়া ভাব এবং লালভাব দূর করে ত্বকের একাধিক সমস্যায় ব্যবহার করা যায় পাকা পেঁপে পাকা পেঁপের নির্যাস মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে