মুখের কালো ভাব দূর হবে, পান পাতায় রয়েছে জাদু খাবার পর একটা করে পান, অনেকেরই অভ্যাস। পান পাতায় আছে ত্বকের জেল্লা বাড়ানোর জাদু। পান পাতায় রয়েছে প্রদাহনাশী উপাদান। তাছাড়া এই পাতায় বহু অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে। পান পাতার পেস্ট বানিয়ে তা ফেসপ্যাকের মত মুখে মাখা যায়। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। পানের রস তুলোয় লাগিয়ে মুখে মেখে নেওয়া যায়। আবার এর সঙ্গে চালগুঁড়ো মেখে ফেসপ্যাক বানানো যায়। মুখের ব্রণ, কালো ছোপ দূর করবে পান পাতা। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।