স্ক্রাব করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখলে ত্বক ভাল থাকবে জেনে নিন।



স্ক্রাব করার সময় কখনই ত্বকে জোরে ঘষবেন না। তাহলে ত্বকের গঠন নষ্ট হয়ে যেতে পারে।



স্ক্রাব করার সময় কী দিয়ে স্ক্রাব করছেন, তা ভালভাবে দেখে নিন। আপনার ত্বকের ধরন অনুসারে, উপকরণ বেছে নেওয়া জরুরি।



স্ক্রাব করার পর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নাহলে ত্বক অত্যন্ত রুক্ষ-শুষ্ক হয়ে যাবে।



ব্রনর সমস্যা থাকলে স্ক্রাব করার ব্যাপারে সতর্ক থাকুন। জোরে ঘষে ত্বকে স্ক্রাব ব্যবহার করলে ব্রনর সমস্যা বাড়তে পারে।



ঘরোয়া উপকরণের সাহায্যে ত্বকে স্ক্রাব করলে ত্বকের জেল্লা এবং মোলায়েম ভাব বজায় থাকবে।



সপ্তাহে ২ থেকে ৩ দিন স্ক্রাব ব্যবহার করতে পারেন মুখে এবং শরীরের অন্যান্য অংশের ত্বকে।



মূলত মুখে, গলায়, ঘাড়ে, কাঁধে, কনুইয়ের অংশে স্ক্রাবার ব্যবহার করুন নিয়মিত ভাল।



স্ক্রাবিং করলে ত্বকের মরা কোষ ঝরে যায়। একে বলে ডেড স্কিন সেল ঝরে যাওয়া। এর ফলে ত্বকের জেল্লা বাড়ে।



ত্বকের এবং হাতে, পায়ের কালচে দাগছোপ, ট্যান এইসব দূর করতে চাইলে নিয়মিত স্ক্রাবিং করতে হবে আপনাকে।