চাল ধোয়া জল ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ত্বকে। সহজে দূর হবে তেলাভাব, নোংরা-ময়লা এবং মেকআপও। রাইস ওয়াটারে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করলে এই শীতেও ত্বক থাকবে মোলায়েম। ত্বকের জেল্লাও বাড়ে। ত্বকে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন রাইস ওয়াটার বা চাল ধোয়া জল। এর মাধ্যমে ত্বক হাইড্রেটেড থাকবে। ত্বকের তেলতেলে ভাব কমাতে এবং ত্বকের পোরসগুলির মুখ যাতে উন্মুক্ত হয়ে না যায় সেই দিকেও খেয়াল রাখে এই রাইস ওয়াটার। শীতকালে ত্বকে ফেস মাস্ক বা ফেস প্যাক ব্যবহার করলে তা বাড়িতেই বানিয়ে নেওয়া ভাল। এক্ষেত্রে মূল উপকরণ রাখুন চাল ধোয়া জল। রাইস ওয়াটারের সঙ্গে মধু কিংবা টকদই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নিতে পারেন। ত্বকের জেল্লা বাড়াবে এই উপকরণ। ত্বক রাখবে মোলায়েম। শীতেও অনেকের ত্বকে ব্রনর সমস্যা প্রবলভাবে দেখা যায়। এই সমস্যার সমাধানেও ব্যবহার করতে পারেন রাইস ওয়াটার বা চাল ধোয়া জল। যে অংশে ব্রন রয়েছে সেখানে রাইস ওয়াটার লাগান তুলো ভিজিয়ে। ধীরে ধীরে দূর হবে ব্রন এবং দাগ। কমবে জ্বালা-যন্ত্রণাও। শীতকালেও ত্বক তরতাজা রাখার জন্য ফ্রেশনার হিসেবে রাইস ওয়াটার বা চাল ধোয়া জল ফেস মিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বক আর্দ্র, ময়শ্চারাইজড অর্থাৎ হাইড্রেটেড রাখতে এবং রুক্ষ-শুষ্ক ভাব কমাতে শীতকালে দারুণ ভাবে সাহায্য করে রাইস ওয়াটার।