ইয়োগার্টের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং হাইড্রেটিং উপকরণ যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকার ফলে ইয়োগার্ট আপনার ত্বকের অ্যালার্জি, র্যাশ এইসব সমস্যা দূর করবে নিমেষে। হাইড্রেটিং উপকরণ থাকার ফলে আপনার ত্বকের আর্দ্রভাব বজায় রাখবে ইয়োগার্ট। দূর করবে রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা। ইয়োগার্টের সাহায্যে কীভাবে ত্বকের পরিচর্যা করবেন, কীভাবে এই উপকরণ ত্বকের পরিচর্যায় কাজে লাগাবেন, দেখে নিন। ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন ইয়োগার্ট। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু। এই মিশ্রণ ত্বক আর্দ্র রাখার পাশাপাশি ঠান্ডা, আরামদায়ক অনুভূতি দেবে। বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন ইয়োগার্ট। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস। ওটস এবং ইয়োগার্টের মিশ্রণ আপনার ত্বকের মরা কোষ সহজে ঝরিয়ে উজ্জ্বল, মোলায়েম ভাব ফেরাতে সাহায্য করবে। টোনার হিসেবে গরমের দিনে ব্যবহার করতে পারেন ইয়োগার্ট। এর সঙ্গে মিশিয়ে নিন অল্প পাতিলেবুর রস। তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন এই মিশ্রণ। ত্বকের তেলতেলে ভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে ইয়োগার্ট এবং লেবুর রসের এই মিশ্রণ। মধু, অ্যালোভেরা জেল কিংবা অলিভ অয়েলের সঙ্গে ইয়োগার্ট মিশিয়ে ওই মিশ্রণ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকে।