প্রেগনেন্সির সময় খাবার-দাবারের দিকে খেয়াল রাখা উচিত।



অনেকেই এই সময় আঙুর খেতে নিষেধ করে থাকেন।



প্রেগনেন্সির সময় আঙুর খাওয়া কি উচিত ? কী ক্ষতি হয় ?



আঙুরে থাকা রেসভারাট্রল প্রজননে সমস্যা করতে পারে।



এই উপাদান এমনিতে উপকারি হলেও এর বেশি মাত্রা ক্ষতি করতে পারে বাচ্চার।



আঙুরে সবথেকে বেশি কীটনাশক ব্যবহৃত হয়।



ফলে আঙুর খেলে শরীরে রক্তের মধ্যে রাসায়নিক উপাদান মিশতে পারে।



আঙুরে থাকা ফ্রুক্টোজ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।



এর ফলে শিশুর জন্মের পর ওজন বাড়ার সম্ভাবনাও দেখা যায়।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

রান্নাঘরে আরশোলার উৎপাত? ৫ নিয়ম মানলেই পালাবে তাড়াতাড়ি

View next story