গরম বাড়তেই রান্নাঘরে ঢুকে পড়ছে আরশোলা? এই প্রাণীটিকে দেখে ভয় ও বিরক্তি লাগে অনেকেরই আপনি যেখানে রান্না করেন সেখানে আরশোলা দেখার চেয়ে বিরক্তিকর আর কিছু নেই ভয়-ভীতির পাশাপাশি রান্নাঘরে আরশোলা সেখানকার পরিবেশকে অস্বাস্থ্যকর করে তোলে তবে বেশ কিছু উপায় রয়েছে যা মানলে আরশোলাকে দূরে রাখা যেতে পারে রান্নাঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন ভেজা জায়গায় আরশোলার ঘোরাফেরা বেশি হয় খাদ্য ঠিকভাবে সংরক্ষণ করুন তা না হলে আরশোলা সেই খাবারের সন্ধানে ছুটে আসে রান্নাঘরে গর্ত বা ছোট খোলা ফাঁক থাকলে সেই জায়গা বন্ধ করুন, নয়তো আরশোলার আনাগোনা বাড়বে প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করুন এর মাধ্যমে রান্নাঘরও স্বাস্থ্যকর থাকে