স্মুদি তৈরি করার জন্য মূল উপকরণ হিসেবে রাখুন দুধ এবং ইয়োগার্ট। ঠান্ডা খেতে পছন্দ করলে বরফের টুকরোও দিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধ ও ইয়োগার্টের সঙ্গে কলার টুকরো আর পিনাট বাটার মিশিয়ে তৈরি করে নিন স্মুদি। খাওয়ার আগে দিয়ে দিন কয়েক টুকরো বরফ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রবেরি এবং অ্যাভোকাডো দিয়েও তৈরি করে নেওয়া যায় স্মুদি। এখানেও লাগবে দুধ এবং ইয়োগার্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রথমে দুধ ও ইয়োগার্ট ভালভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে দিতে হবে স্ট্রবেরির টুকরো এবং অ্যাভোকাডো পেস্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দারচিনির গুঁড়ো মিশিয়ে বাড়িতে সহজে তৈরি করে নিতে পারেন মিষ্টি স্বাদের স্মুদি। এখানে ব্যবহার করুন আমন্ড মিল্ক এবং ম্যাপল সিরাপ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই স্মুদির মধ্যে কলার টুকরো, জায়ফল, দারচিনি, ভ্যানিলা এসেন্স দিতে পারেন। খাওয়ার আগে উপরে ছড়িয়ে দিতে পারেন নারকেল কোড়া।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওটস একটি স্বাস্থ্যকর খাবার। অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। তাই স্মুদি তৈরিতে ওটস ব্যবহার করতে পারেন। সঙ্গে দিন সোয়া মিল্ক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওটস, কলার টুকরো, পিনাট বাটার এবং সোয়া মিল একসঙ্গে ভালভাবে মিশিয়ে তৈরি করে নিন সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্মুদি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন বাড়াতে সাহায্য করে চকোলেট। তাই স্মুদি তৈরিতে ব্যবহার করতে পারেন চকোলেট। ডার্ক চকোলেটের পরিবর্তে এমনি চকোলেট ব্যবহার করাই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধ, ইয়োগার্ট, কলার টুকরো এবং চকোলেট ভালভাবে মিশিয়ে তৈরি করুন স্মুদি। খাওয়ার আগে মিশিয়ে নিন বরফের টুকরো।

Published by: ABP Ananda
Image Source: Pexels