চিকিৎসা বিজ্ঞানের
অগ্রগতি হলেও


যক্ষ্মার প্রকোপ
এখনও রয়েছে ভারতে


এব্যাপারে যথেষ্ট
সচেতনতাও নেই


তাই কিছু উপসর্গের
দিকে নজর রাখা উচিত


একটানা কাশি হয় যদি,
রক্ত ও কফ উঠে এলে


কাশতে গেলে, শ্বাস নিতে গেলে,
হাসতে গেলে যদি বুকে ব্যথা হয়


সারা ক্ষণ কি নিজেকে
ক্লান্ত, অবসন্ন মনে হয়?


নির্দিষ্ট কারণ ছাড়া হঠাৎ
ওজন কমে যাওয়া


সবসময় গায়ে হালকা জ্বর,
কাঁপুনি দিলে, রাত ঘাম হলে


এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের
দ্বারস্থ হওয়া উচিত


গোড়ায় ধরা পড়লে উন্নতি হয়,
সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও থাকে না
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন