সহ্যের সীমা পার করছে গরম। আর সকলে ঝাঁপিয়ে পড়ে কিনছেন এয়ার কন্ডিশনার।
ABP Ananda

সহ্যের সীমা পার করছে গরম। আর সকলে ঝাঁপিয়ে পড়ে কিনছেন এয়ার কন্ডিশনার।



বহু মানুষের বাড়িতেই এসি নেই। তাঁরা কী করবেন?
ABP Ananda

বহু মানুষের বাড়িতেই এসি নেই। তাঁরা কী করবেন?



বাড়িতে এসি না লাগিয়েও কীভাবে মিলবে এসি-র মতো আরাম?
ABP Ananda

বাড়িতে এসি না লাগিয়েও কীভাবে মিলবে এসি-র মতো আরাম?



বাড়িতে যদি এক্সজস্ট ফ্যান থাকে সেটাও চালিয়ে দিন। ভেতরের ঘর থেকে অতিরিক্ত তাপ এবং আর্দ্রতা দূর হয়ে যাবে।
ABP Ananda

বাড়িতে যদি এক্সজস্ট ফ্যান থাকে সেটাও চালিয়ে দিন। ভেতরের ঘর থেকে অতিরিক্ত তাপ এবং আর্দ্রতা দূর হয়ে যাবে।



ABP Ananda

ঘরে পাখার নিচে ঠাণ্ডা জল রেখে দিন। বা বরফ রাখুন । তারপর ফ্যান চালিয়ে দিন।



ABP Ananda

মেঝে জল দিয়ে মুছুন। মাঝে মাঝে ঠান্ডা মেঝেতে বসুন।



ABP Ananda

ঘরে আলোর ধরনে নজর রাখুন। LED বাল্ব ব্যবহার করুন, যেহেতু এই ধরনের আলো থেকে কম তাপ উৎপন্ন করে।



ABP Ananda

শীতল অনুভূতি বাড়াতে ফ্যানের সামনে বরফের বাটি বা একটি ভেজা তোয়ালে রাখুন।



ABP Ananda

হালকা রঙের সুতির চাদর পেতে ঘুমোন। ভারী বেড কভার পেতে শোবেন না।