রেগে গেলে অনেক সময়ই মাথার ঠিক থাকে না। অনেকেরই রাগের বহিঃপ্রকাশ খুব সাঙ্ঘাতিক

Published by: ABP Ananda
Image Source: pexels

রাগ একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু তার প্রকাশ একেক জনের ক্ষেত্রে সাঙ্ঘাতিক, যা অন্যের জন্য ক্ষতিকারক

Image Source: pexels

রেগে যাওয়া, চিৎকার করা অভ্যেসে পরিণত হলে তা মন, শরীর এবং সম্পর্ক তিনটেরই ক্ষতি করে।

Image Source: pexels

অতিরিক্ত রাগ করলে ব্লাড প্রেশার ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।

Image Source: pexels

যদি আপনি নিজের ও আশপাশের পরিবেশ সুস্থ রাখতে চান, তাহলে কিছু অভ্যাস ত্যাগ করতেই হবে।

Image Source: pexels

ক্যাফিনের অতিরিক্ত সেবন মস্তিষ্কে অতি সক্রিয়তা তৈরি করে এবং মুড সুইং বাড়ায়

Image Source: pexels

অল্প ঘুম বিরক্তি এবং ক্রোধ দুটোই বাড়ায়।

Image Source: pexels

সোশ্যাল মিডিয়ায় তুলনা, ট্রোলিং এবং নেতিবাচক খবর থেকে রাগ ও মানসিক চাপ বাড়ে

Image Source: pexels

প্রতিটি বিষয়ে অতিরিক্ত চিন্তা করা রাগের একটি বড় কারণ।

Image Source: pexels

ভুল খাদ্যাভ্যাস হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যার ফলে মুড পরিবর্তন হয়।

Image Source: pexels