বেশি বাইরে বেরনো বা খুব বেশি রান্না ঘরে থাকা.. বর্তমানে বিভিন্ন কারণেই চুল নোংরা হয় খুব বেশি। বিশেষ করে যাঁদের লম্বা চুল রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

চুলের যত্ন নেওয়া ভীষণ জরুরি, আর তার প্রথম ধাপ হল চুলকে পরিচ্ছন্ন রাখা।

Image Source: pexels

চুল পরিস্কার রাখছি মনে করেই অনেকে নিয়মিত শ্যাম্পু করেন। বিশেষ করে মেয়েরা এই কাজ করেন।

Image Source: pexels

তবে প্রতিদিন শ্যাম্পু করা কি আদৌ চুলের স্বাস্থ্যের পক্ষে ভাল? এতে কি চুল আদৌ ভাল থাকে নাকি ক্ষতিই হয় আদপে?

Image Source: pexels

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রোজ শ্যাম্পু করা মাথার ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

তাহলে সপ্তাহে কতদিন শ্যাম্পু করলে চুল থাকবে পরিস্কার আবার স্বাস্থ্যবান ও?

Image Source: pexels

চিকিৎসকেরা বলছেন, যাঁদের মাথার ত্বক তৈলাক্ত, তাঁদের সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করা উচিত।

Image Source: pexels

যাঁদের মাথার ত্বক শুষ্ক, তাঁদের সপ্তাহে ১ থেকে ২ দিনের বেশি শ্যাম্পু করা একেবারেই উচিত নয়।

Image Source: pexels

যাঁদের চুল ও মাথার ত্বক সাধারণ, তাঁরা সপ্তাহে ২ থেকে ৩ বার পর্যন্ত শ্যাম্পু করতে পারেন।

Image Source: pexels

যদি মাথার ত্বকে তেল বা খুশকির মতো সমস্যা থাকে, তাহলে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল পরিস্কার করতে হবে।

Image Source: pexels