'ভিটামিন সি' ক্যাপসুল চুল আর ত্বকের পক্ষে ভাল, যাঁরা রূপচর্চা করেন, এই কথা মোটামুটি সবাই জানেন।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে অনেক সময়েই মানুষ ইউটিউব বা গুগলে লেখা পদ্ধতি মেনেই 'ভিটামিন সি' ক্যাপসুল ব্যবহার করতে শুরু করে দেন।

Image Source: pexels

এতে কিন্তু লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই থাকে বেশি! পরামর্শ ছাড়া এভাবে ক্যাপসুল ব্যবহার করা উচিত নয়।

Image Source: pexels

'ভিটামিন সি' ক্যাপসুল মূলত খাওয়ার জন্যই ব্যবহার করেন মানুষ, তবে এতে বিপদই বেশি

Image Source: pexels

খাওয়ার পাশাপাশি, ভিটামিন সি ক্যাপসুল ফেসপ্যাক বা হেয়ারপ্যাকে মিশিয়ে মাখেন অনেকে।

Image Source: pexels

অযথা ভিটামিন সি ক্যাপসুল খেলে ডায়েরিয়া, পেট ব্যথা এবং বমি বমি ভাবের মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

অনিয়ন্ত্রিত 'ভিটামিন সি' ট্যাবলেট খেলে কিডনিতে পাথরের মতো সমস্যাও হতে পারে।

Image Source: pexels

অতিরিক্ত ভিটামিন সি ট্যাবলেট খেলে শরীরে ভিটামিন বি ১২-এর অভাব দেখা দিতে পারে।

Image Source: pexels

'ভিটামিন সি' ক্যাপসুল অতিরিক্ত খেলে দাঁত ও মাড়ির সমস্যা হতে পারে।

Image Source: pexels

'ভিটামিন সি' ক্যাপসুল খেলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

Image Source: pexels