প্রবল গরমে তেষ্টা মেটানোর একমাত্র পথ পানীয় জল, তার সঙ্গে একাধিক উপাদান মেশালে শরীরের ফ্লুইডের ভারসাম্য ঠিক থাকে

Published by: ABP Ananda

পানীয় জলের সঙ্গে গুড় মিশিয়ে খেলে ইলেক্ট্রোলাইট ভারসাম্য ঠিক থাকে

Published by: ABP Ananda

শরীরের প্রয়োজনীয় তরল এবং খনিজ পদার্থ ধরে রাখতে সাহায্য করে সামুদ্রিক লবণ

Published by: ABP Ananda

তুলসী পাতা জলে মিশিয়ে দিলে প্রদাহ কমে এবং ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে পারে

Published by: ABP Ananda

এক চা চামচ মৌরি বীজ রাতভর ভিজিয়ে রেখে সেই জল সকালে পান করলে পেট ঠান্ডা থাকে

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ আমলকি হাইড্রেট থাকতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে

Published by: ABP Ananda

পাতিলেবু টুকরো করে কেটে তা জলে মিশিয়ে দিয়ে সেই জল পান করা যায়

Published by: ABP Ananda

পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ডাবের জল তৃষ্ণা নিবারণের প্রাকৃতিক উপায়

Published by: ABP Ananda

হাইড্রেটেড থাকার অন্যতম উপায় হল শসা, কম ক্যালোরি এবং সতেজ থাকা যায় এই পদ্ধতিতে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda