পিঠে, পেটে বা পাশে ব্যথা হওয়া কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: pexels

এই ব্যথা প্রায়শই হঠাৎ শুরু হয়। পাথরটি নড়াচড়া করার সঙ্গে সঙ্গে ব্যথার অবস্থান বদল হয়।

Image Source: pexels

মোচড় দিয়ে দিয়ে ব্যথআ হতে পারে, প্রতিটি মোচড় কয়েক মিনিট স্থায়ী হতে পারে

Image Source: pexels

এই ব্যথা আবার হঠাৎ কমে যেতে পারে এবং তারপর আবার ফিরে আসতে পারে।

Image Source: pexels

সাধারণত পাঁজরের নীচে, পেটের পাশে এবং পিঠে ব্যথা অনুভব হয়

Image Source: pexels

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পিঠ, পেট বা পাশে ব্যথা অনুভব হলে সতর্ক হতে হবে

Image Source: pexels

এছাড়াও, রোজ সকালে প্রস্রাবে জ্বালা করা বা থেমে থেমে প্রস্রাব পেটে পাথর জমার লক্ষণ হতে পারে।

Image Source: pexels

এছাড়াও, সকালে বমি বমি ভাব বা বমি হওয়াও পেটে পাথরের লক্ষণ হতে পারে।

Image Source: pexels

প্রস্রাবে রক্ত ​​আসা বা ব্যথা অনুভব করাও কিডনিতে পাথরের লক্ষণ হতে পারে।

এছাড়া রোজ সকালে মাথা ঘোরা, ক্লান্তি বা শরীর ভার-ভার লাগাও কিডনির সমস্যার লক্ষণ