কেবল বয়স নয়, একাধিক কারণে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: pexels

কেবল যৌন জীবনের জন্য নয়, টেস্টোস্টেরন পুরুষ শরীরের বিভিন্ন ভারসাম্য বজায় রাখে।

Image Source: pexels

টেস্টোস্টেরন হরমোন পুরুষদের শরীরে পেশির শক্তি বজায় রাখেন। সেই শক্তি শরীরে শক্তি ও যৌন ক্ষমতা বাড়ায়

Image Source: pexels

তবে অনেক সময় বয়স, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও ওষুধের প্রভাবে টেস্টোস্টেরন কমে যেতে পারে শরীরে।

Image Source: pexels

শরীরে টেস্টোস্টেরন কমছে, বুঝে যাবেন কিছু লক্ষণ দেখেই! দেখে নেওয়া যাক কী কী সমস্যা হতে পারে

Image Source: pexels

যদি পেশী শক্তি কমে যায় এবং কর্মক্ষমতা কমে যায়, হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে।

Image Source: pexels

পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের অভাবের কারণে ক্লান্তি আসে, কাজ করার শক্তি কমে যায়

Image Source: pexels

যদি অকারণেই মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটে ভাব বা মানসিক চাপের মতো সমস্যা হয়, তাহলে টেস্টোস্টেরনের অভাব দেখা যেতে পারে।

Image Source: pexels

হঠাৎ করে ওজন বৃদ্ধি হওয়ার মতো সমস্যা হলে অবশ্যই একবার টেস্টোস্টেরন লেভেল পরীক্ষা করে দেখুন

Image Source: pexels

শরীরে টেস্টোস্টেরনের লেভেল কম থাকলে অনেক সময় তা ঘুমের সমস্যাও তৈরি করতে পারে।

Image Source: pexels