পুরুষদের শক্তি দ্বিগুণ করে দেয় এই ফল পুরুষদের শারীরিক শক্তি, স্ট্যামিনা বাড়াতে পারে এই ৩ ফল। পুষ্টিগুণে ভরপুর, শক্তিবর্ধক এই ফলের অনেক উপকার। এর মধ্যে প্রথমেই রয়েছে কলা। রোজ কলা খেলে শরীরে বাড়বে টেস্টোস্টেরনের মাত্রা। তাছাড়া গাজরেও রয়েছে অনেক পুষ্টি উপাদান। তরমুজের রসেও রয়েছে শক্তিবর্ধক উপাদান। ক্লান্তিভাব, আলস্যভাব দূর করে এই তিন ফল। শরীর থাকবে চনমনে এবং কাজের শক্তি বহুগুণে বাড়বে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।