প্রস্রাবে এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন লিভার ক্ষতিগ্রস্ত

Published by: ABP Ananda
Image Source: Freepik

প্রস্রাবের রং দেখে অনেক রোগের লক্ষণ বোঝা যায়।



আমাদের লিভার খারাপ হলে সেই লক্ষণও টের পাওয়া যাবে প্রস্রাবের মাধ্যমে।



স্বাভাবিকের থেকে গাঢ় হলুদ বা বাদামি রঙ হলে প্রস্রাবে তা লিভারের সমস্যার চিহ্ন।



প্রস্রাবে যদি বারংবার ফেনা দেখা যায়, তাহলে বুঝতে হবে লিভার সিরোসিসের লক্ষণ।



প্রস্রাবে তীব্র দুর্গন্ধ হলে তাতেও সতর্ক হওয়া জরুরি।



লিভার টক্সিন প্রক্রিয়া করতে না পারলে তা কিডনি ও প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে।



এই কারণে প্রস্রাবে তীব্র দুর্গন্ধ হয়।



আবার যদি প্রস্রাবের সময় জ্বালাভাব হয়, তাহলে তা অবহেলা করবেন না।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।