কোন বাসনে রান্না করলে ক্যানসারের সম্ভাবনা বাড়ে ?

Published by: ABP Ananda
Image Source: pexels

ক্যান্সার একটা ভয়ঙ্কর রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই তা নির্মূল করা যায় না।

Image Source: pexels

আজকাল নানা কারণে ক্যান্সার হওয়া যেন একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে।

Image Source: pexels

ক্যান্সার আমাদের রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র থেকেও হতে পারে।

Image Source: pexels

আপনি কি জানেন কোন বাসনে রান্না করলে ক্যানসারের সম্ভাবনা বাড়ে ?

Image Source: pexels

নন-স্টিক পাত্রে রান্না করাতে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে।

Image Source: pexels

আসলে নন স্টিক পাত্রে যে পালিশ বা কোটিং থাকে তার ফলে ক্যান্সারের ঝুঁকি থাকে।

Image Source: pexels

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলেও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

Image Source: pexels

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নার ফলে ঘর্ষণের দরুণ ধীরে ধীরে এর কণা আমাদের শরীরে চলে যায়।

Image Source: pexels

এই জন্যই অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলেও ক্যান্সার হতে পারে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels