সকালে উঠেই নুন-জল! কাজ হবে ম্যাজিকের মতো, দূরে পালাবে আপনার এই সমস্যা

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

শরীরের ঠিকমতো হাইড্রেশনের জন্য সকালে ঘুম থেকে উঠে জল খেতে বলা হয়

Image Source: Pexels/Pixabay/Unsplash

অনেকে উষ্ণ গরম জল খান সকালে। গলা ভাল রাখতে, পেট পরিষ্কার রাখতে অল্প গরম জল খাওয়ার চল রয়েছে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

অনেকে জলে লেবু বা মধু মিশিয়ে খেয়ে থাকেন ওজন কমানোর লক্ষ্য়ে



কিন্তু সকালে উঠে অল্প নুন মিশিয়ে জল খেয়ে দেখেছেন? বহু উপকার পেতে পারেন আপনি

Image Source: Pexels/Pixabay/Unsplash

ভাল মানের নুন মেশানো জল দেহে নানা ইলেকট্রোলাইটস-এর অভাব দূর করে। হাইড্রেশন করায়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

হজমের উৎসেচকগুলিকে ভাল কাজ করাতে পারে নুন-জল। পুষ্টি শোষণ করার কাজেও সাহায্য করে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

কোষ্ঠকাঠিন্য দূর করতে অব্যর্থ টোটকা সকালে উঠে খালি পেটে অল্প নুন মেশানো জল খাওয়া

Image Source: Pexels/Pixabay/Unsplash

যাঁদের গলা খুশখুশ, কাশি বা গলার কোনও সমস্যা রয়েছে। তাঁরা সামান্য নুন মেশানো জলে গার্গল করলে উপশম পেতে পারেন।

Image Source: Pexels/Pixabay/Unsplash

তবে যে কোনও নুন ব্যবহার করা যাবে না। ভাল মানের কোনও খাওয়ার নুন। অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট বা কোনও sea salt ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels/Pixabay/Unsplash

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Image Source: Pexels/Pixabay/Unsplash