যাঁদের গলা খুশখুশ, কাশি বা গলার কোনও সমস্যা রয়েছে। তাঁরা সামান্য নুন মেশানো জলে গার্গল করলে উপশম পেতে পারেন।
Image Source: Pexels/Pixabay/Unsplash
তবে যে কোনও নুন ব্যবহার করা যাবে না। ভাল মানের কোনও খাওয়ার নুন। অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট বা কোনও sea salt ব্যবহার করতে পারেন।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।