একটুতেই পেশিতে টান? অল্প হেঁটেই পায়ে ব্য়থা? কোন ভিটামিনের অভাব হচ্ছে?

Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash

অল্প ছুটোছুটিতেই হ্যাঁচকা টান পড়ছে পেশিতে?

Image Source: Pexels/Pixabay/Unsplash

কখনও ভারী জিনিস তুললে বা বেশি পরিশ্রম করলেই দেহে শ্রান্তি? পেশিতে ব্য়থা?

Image Source: Pexels/Pixabay/Unsplash

নানা কারণে এমন হতে পারে। পুষ্টির অভাব কিংবা অসুস্থতার জন্য এমন হতেই পারে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

তবে সহজেই পেশিতে টান, পেশিতে ব্যথা। হাতে-পাতে ঝিন ঝিন করা- এর পিছনে অন্য একটি কারণও রয়েছে

Image Source: Pexels/Pixabay/Unsplash

Yale Medicine-এর ওয়েবসাইট সূত্রে জানা যাচ্ছে, ভিটামিন ডি-এর অভাবে এমন সমস্যা হতে পারে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

পেশিতে ব্য়থা, পেশি অবশ হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। বিশেষ করে উরুর পেশি বা হাতের পেশি- এর জন্য ভিটামিন ডি-এর ঘাটতি দায়ী হতে পারে

Image Source: Pexels/Pixabay/Unsplash

সহজে spasms, মোচ়়ড় লাগা কিংবা বেশি হাঁটলে পা-কোমড় ধরে যাওয়ার মতো উপসর্গও হতে পারে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

Yale Medicine-এর ওয়েবসাইট সূত্রে দাবি ইদানীং বিভিন্ন কারণে ভিটামিন ডি এর অভাবে এমনটা হয়।

Image Source: Pexels/Pixabay/Unsplash

অপুষ্টি, বেশি রোদে না থাকা-এমন নানা কারণে এটা হতে পারে। এছাড়া, কিছু গুরুতর অথবা কিছু একেবারেই সাধারণ শারীরিক সমস্যা থেকে ভিটামিন ডি এর অভাব ঘটতে পারে। যা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব

Image Source: Pexels/Pixabay/Unsplash

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Image Source: Pexels/Pixabay/Unsplash