স্কিন ক্যানসার হচ্ছে না তো অজান্তেই ? এই লক্ষণগুলিই সতর্ক করে দেবে

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে স্কিন ক্যান্সারের সমস্যা অতি সাধারণ হয়ে উঠছে।

Image Source: pexels

ত্বকের ক্যান্সার তখনই হয় যখন আপনার ত্বকের কোষের বৃদ্ধিতে কোনো পরিবর্তন হয়।

Image Source: pexels

কীভাবে ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যায় ?

Image Source: pexels

যদি আপনার ত্বকে এমন কোনো আঁচিল দেখা যায় যার আকার, আকৃতি বা রঙ পরিবর্তন হয়েছে, তবে সেটি ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

Image Source: pexels

এছাড়াও, এই ধরনের আঁচিল থেকে রক্তপাতও হতে পারে।

Image Source: pexels

ত্বকের ক্যান্সারের প্রাথমিক লক্ষণে ত্বকে এমন ক্ষতও হতে পারে যা সারে না বা বারবার ফিরে আসে।

Image Source: pexels

এছাড়াও, স্কিন ক্যান্সার হলে ত্বকে গাঁটের মত ফুলে থাকতে পারে কোনও কোনও জায়গা।

Image Source: pexels

ত্বকের ক্যান্সার হলে ত্বকের রঙ এবং গঠনে হঠাৎ পরিবর্তন হতে পারে।

Image Source: pexels

এছাড়াও, ত্বকে ক্রমাগত নতুন নতুন দাগও দেখা দিতে পারে।

Image Source: pexels