ফল বা সবজির বীজ দেখতে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর যা ত্বকের গুণমান আরও বাড়িয়ে দেয়।

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

কুমড়ো বীজ এই তালিকায় প্রথমেই আসে। এতে থাকা স্কোয়ালিন সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায় ত্বককে।



কুমড়ো বীজে থাকা জিঙ্কও ত্বকের অনেক উপকারে আসে।

Image Source: FREEPIK

চিয়াসিডে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের প্রদাহ দূর করে।



আর চিয়াসিডের অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকে কুঞ্চন ও বলিরেখা থেকে বাঁচায়।

Image Source: FREEPIK

সূর্যমুখীর বীজেও অনেক উপকার। এতে থাকা ভিটামিন ই আর ফ্যাটি অ্যাসিড ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়।

Image Source: FREEPIK

তিলের মধ্যে থাকে বার্ধক্য-প্রতিরোধী উপাদান, এটি ত্বককে আর্দ্র রাখে।

Image Source: FREEPIK

ফ্ল্যাক্সসিডেও ব্রণ দূর করার ক্ষমতা রয়েছে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই বীজ।

Image Source: FREEPIK