অজস্র গুণে ঠাসা এই বীজ, জানলে আর ফেলে দেবেন না

Published by: ABP Ananda
Image Source: Freepik

গরমের দিনে তরমুজ তো খাওয়া হয়ই। কিন্তু তরমুজের বীজ তো ফেলে দেন।

Image Source: Freepik

জানেন তরমুজের বীজের কত উপকার ?

Image Source: Freepik

তরমুজের বীজে থাকে ভরপুর ফাইবার যা হজমে সাহায্য করে।

Image Source: Freepik

এমনকী ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে এই তরমুজের বীজ।

Image Source: Freepik

এতে থাকা ম্যাগনেসিয়াম রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে।

Image Source: Freepik

এই ম্যাগনেসিয়াম একইসঙ্গে হার্টের স্বাস্থ্যেরও যত্ন নেয়।

Image Source: Freepik

কোলেস্টেরল কমাতে সহায়তা করে আপনার শরীরে।

Image Source: Freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik