নিমেষে কাটবে হ্যাং ওভার, এক টিপসেই সমাধান

Published by: ABP Ananda
Image Source: Pexels

বড়দিনের মরশুমে পার্টি-হুল্লোড় চলতেই থাকে।

Image Source: Pexels

পার্টি মানেই পান-ভোজন সবই হবে।

Image Source: Pexels

আর পরেরদিন অফিসও রয়েছে, ফলে সকালে উঠে ফ্রেশ হতেই হবে।

Image Source: Pexels

পার্টির পরে হ্যাং ওভার কাটাতে কী করবেন ?

Image Source: Pexels

হ্যাংওভার ২৪ ঘন্টা পর্যন্ত থাকতে পারে।

Image Source: Pexels

লেবু জল হ্যাংওভার কাটানোর অন্যতম উপায়।

Image Source: Pexels

আবার ডাবের জল খেলেও এই সমস্যা দূর হতে পারে।

Image Source: Pexels

অনেকে বলেন আদা দেওয়া চা খেলেও হ্যাংওভার কেটে যায়।

Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Pexels