রাতে কি মুলো খাওয়া ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

শীতকালের বাজারে মুলোর ছড়াছড়ি।

Image Source: Freepik

মুলো বেশি খেলে অনেকেরই গ্যাস হয়।

Image Source: Freepik

স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেয় মুলো।

Image Source: Freepik

শীতে মুলো খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।

Image Source: Freepik

কিন্তু শীতের রাতে মুলো খাওয়া উচিত নয়।

Image Source: Freepik

এতে প্রচুর আয়রন থাকে যা পেটের সমস্যার কারণ হয়ে ওঠে।

Image Source: Freepik

রাতে মুলো খেলে ব্যথা-বেদনা বাড়তে পারে।

Image Source: Freepik

আবার মুলো রাতে খেলে রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik