শরৎ মানে শিউলি ফুল,
আজও তাই বাড়তি আবেগ


শিউলি ফুল, পাতা, গাছের ছাল,
সবকিছুরই গুণাগুণ অনেক


শিউলি গাছে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট,
প্রদাহ ও ব্যাকটিরিয়া প্রতিরোধী উপাদানও


শিউলি পাতা বেটে
সেদ্ধ করে নিন


ছেঁকে নিয়ে সেই জল
পান করুন খালি পেটে


সায়াটিকা থাকলে
যন্ত্রণা হবে না


পাতা, ছাল, ফুল জলে দিয়ে
ফুটিয়ে নিন, উষ্ণ পান করুন


এতে শরীরে থাবা
বসাতে পারবে না আর্থরাইটিস


শুকনো কাশি হলে শুকনো পাতা
বেটে মধু দিয়ে খান


জ্বর হলে ছাল ও পাতা নিন,
তুলসি পাতা যোগ করে জলে ফোটান


দিনে দু'বার গলায় ঢাললেই
চাঙ্গা হয়ে যাবেন


ব্যথা-যন্ত্রণা, ফুলে যাওয়ায়
জলে পাতা ফেলে ফুটিয়ে নিন


দিনে একবার পান করলেই
উপকার পাবেন