ঠাণ্ডা নাকি গরম, অনেকের মনেই প্রশ্ন থাকে, দুধ ঠিক কীভাবে পান করলে উপকার বেশি?

Published by: ABP Ananda
Image Source: pixabay

আসল কথা হল, ঠাণ্ডা এবং গরম.. দুই অবস্থাতেই দুধের আলাদা আলাদা উপকারীতা রয়েছে।

Image Source: pixabay

হজমের সমস্যা বা বুকজ্বালা, এই ধরনের সমস্যায় সবসময় ঠাণ্ডা দুধ খাওয়া ভাল।

Image Source: pixabay

ঠাণ্ডা দুধ শরীরে মেটাবলিজিম বৃদ্ধি করে, এর ফলে ওজন কমাতে সাহায্য হয়।

Image Source: pixabay

অনেক সময় শরীরচর্চা করার পরে ঠাণ্ডা দুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এতে মাসল রিপেয়ার হয়

Image Source: pixabay

হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে ঠাণ্ডা দুধ খাওয়া ভাল। এতে হাড় শক্ত হয়।

Image Source: pixabay

রাতে শুতে যাওয়ার আগে গরম দুধ খেলে খুব ভাল এবং গাঢ় হয়। শরীর ঝরঝরে লাগে।

Image Source: pixabay

গরম দুধ ঠাণ্ডা দুধের থেকে হজম করা সোজা। ফলে হজমে সমস্যা থাকলে গরম দুধই খাওয়া ভাল।

Image Source: pixabay

গরম দুধ শরীরের সতেজতা বজায় রাখে। সেই কারণেই রোজ দুধ খেতে বলে চিকিৎসক।

Image Source: pixabay

গরম দুধ হার্টের স্বাস্থ্য ভাল রাখে।

Image Source: pixabay