পেটের গ্যাস নিয়ে জেরবার ? এই ৪ জিনিস মিশিয়ে খেলে দ্রুত উপশম

Published by: ABP Ananda
Image Source: Freepik

ঘন ঘন গ্যাসের সমস্যা হলে তা পাচনতন্ত্রকে দুর্বল করে দেয়।

Image Source: Freepik

আর এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতেই ঘরোয়া টোটকা খুব কাজে দেয়।

Image Source: Freepik

এর জন্য উষ্ণ গরম জলে বিট লবণ, হিং আর লেবুর রস মিশিয়ে পান করলে কয়েক মিনিটের মধ্যেই গ্যাসের সমস্যা দূর হয়।

Image Source: Freepik

অর্ধেক লেবুর রস মেশাতে হবে এই উষ্ণ গরম জলের মধ্যে।

Image Source: Freepik

বিট নুন হজমশক্তি উন্নত করে এবং পেটে জমে থাকা গ্যাস সহজেই বের করে দিতে সাহায্য করে।

Image Source: Freepik

হিংয়ে রয়েছে প্রদাহনাশী উপাদান যা অন্ত্রের প্রদাহ কমায়।

Image Source: Freepik

লেবুর ররস শরীরকে টক্সিন মুক্ত করে, শরীরকে নীরোগ রাখতে সাহায্য করে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik