রক্তের মধ্যে বেশিমাত্রায় লিপিড বা ফ্যাট জমা হলে কোলেস্টেরলের লক্ষণ দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Freepik

কোলেস্টেরল বাড়লে এই ৫ লক্ষণই আপনাকে তা জানান দেবে।



প্রথমত শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে। এটির মূল কারণ উচ্চমাত্রার এলডিএল, কম ঘনত্বের লাইপোপ্রোটিন।



এতে রক্তবাহের মধ্যে জায়গা কমে যায়, হার্টকে বেশি খাটতে হয়, ফলে শ্বাসকষ্ট দেখা যায়।



হাত ও পা যদি অসম্ভব রকমের ঠান্ডা থাকে তাহলে বুঝতে হবে রক্ত সঞ্চালনে সমস্যা রয়েছে।



এটিও কোলেস্টেরলের বেড়ে যাওয়ার অন্যতম লক্ষণ।



পা, হাঁটু ও গোড়ালিতে ব্যথা, পেশিতে টান হলে সতর্ক হোন। এটি পেরিফেরাল আর্টারি ডিজিজের লক্ষণ।



অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়েন ? কোলেস্টেরল বেড়ে থাকতে পারে। হার্টের মাংসপেশিতে অক্সিজেন কম পৌঁছাচ্ছে।



তাছাড়া হাঁটাচলার সময় বুকে ব্যথা, চাপ অনুভূত হলে সত্বর চিকিৎসকের শরণাপন্ন হোন।