শীতকাল মানেই বডি লোশন বিশেষ করে শুষ্ক ত্বক যাঁদের কিন্তু বডি লোশন মাখার সঠিক পদ্ধতি কী? শুকনো ত্বকে বডি লোশন মাখলে কাজ হয় না স্নান করে বেরনোর পর আর্দ্র ত্বকে মাখুন স্নানের তিন মিনিটের মধ্যে বডি লোশন মাখুন হাতে ঢেলে প্রথমে ঘষে গরম করে নিন এর পর ত্বকের উপর মাখিয়ে গোল গোল মাসাজ করুন কনুই, হাঁটুর উপর আলাদা ভাবে মাসাজ করুন ত্বক বুঝে উপযুক্ত বডি লোশন কিনুন