জিভের রং যদি হলুদ রঙের হয়ে যায়, তার অর্থ শরীরে এই রোগ হয়ে গেছে

জিভের রং থেকে শরীরে কী রোগ হয়েছে তা বোঝা যায়

চলুন জেনে নেওয়া যাক, জিভ হলুদ রঙের হয়ে গেলে কী সমস্যা হয়

জিভ যদি হলুদ রঙের হয়ে যায়, তাহলে তা ব্যাক্টেরিয়ার কারণে হতে পারে

ব্যাক্টেরিয়া বাড়ার কারণে মুখ থেকে খারাপ গন্ধ আসতে পারে

বিভিন্ন রোগ হলে এরকম হলুদ হয়ে যায় জিভ

ধূমপান করলেও জিভ হলুদ হয়ে যায়

Oral Thrush-এর সংক্রমণের কারণে জিভের রং হলুদ হয়ে যেতে পারে

Oral Thrush একরকমের ফাঙ্গাল ইনফেকশন।

এর সঙ্গে সঙ্গে Gastrointestinal-এর সমস্যা হলেও জিভের রং এমন হয়ে যায়