বাড়িতে তুলসীর গাছ লাগানো অত্যন্ত শুভ।

বাড়িতে তুলসী গাছ লাগানোর সঠিক দিক উত্তর পূর্ব হওয়া উচিত।

উত্তর দিকেও তুলসী গাছ রাখা সঠিক বলে মনে করা হয়।

এই দুই দিককেই ইতিবাচক শক্তির দিক বলে মনে করা হয়।

এই দিকে তুলসীর গাছ রাখলে ঘরে সুখ আসে

উত্তর দিককে টাকাপয়সা ও ধনসম্পদের দিক বলে মনে করা হয়।

পূর্ব দিকে সূর্যোদয় হয়, এই দিককে উন্নয়নের দিক বলা হয়

তাই তুলসী গাছ রাখার জন্য এই দিকগুলি বেছে নিতে পারেন।

এই দিকগুলিতে তুলসী গাছ রাখলে পরিবারি শান্তি ফিরবে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।