হলুদ রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হলেও, এই জিনিসের একাধিক পুষ্টিগুণ রয়েছে যা অনেকেই জানেন না!

Published by: ABP Ananda
Image Source: pexels

হলুদ দুধে গুলে খেলে সর্দি কাশির মতো সমস্যা যেমন কমে, তেমনই হলুদ ব্যবহার করা হয় ত্বকের যত্নেও।

Image Source: pexels

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে কিডনির রোগের ঝুঁকি এতটাই বেড়ে গিয়েছে যে, আগে থেকে সুরক্ষা নিতে চাইলে ব্যবহার করা যেতে পারে হলুদ

Image Source: pexels

হলুদকে অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে ব্যবহার করা হয়। এতে কিডনি উপকার হয়।

Image Source: pexels

হলুদ ইনফ্লামেশনের পাশাপাশি oxidative stress কমাতে সাহায্য করে যা সিকেডি-কে প্রতিরোধ করে

Image Source: pexels

হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি কিডনিকে ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে

Image Source: pexels

হলুদে থাকা কারকিউমিন, সুগার ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে কিডনিরোগের ঝুঁকি কমায়।

Image Source: pexels

সহজ কথায়, নিয়মিত সামান্য করে হলুদ খাওয়ার ফলে কিডনির ফিল্টারিং ক্ষমতা ভালো থাকে।

Image Source: pexels

হলুদ শরীরের টক্সিন বের করার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলে

Image Source: pexels