সকাল সকাল
চায়ে চুমুক দিলে


নিমেষে চনমনে
হয়ে উঠি আমরা


তাই বলে খালিপেটে
চা-পান কি উচিত?


এতে পাকস্থলীতে
অ্যাসিড বেড়ে যায়


বুকজ্বালা, বদহজম,
পেটের সমস্যা হয়


বিশেষ করে খালিপেটে
দুধ চা খেলে সমস্যা হয়


অনেকের আবার
বমি বমি ভাব হয়


যত বেশি চা-পান করবেন,
ঘন ঘন প্রস্রাবও হয়


এতে শরীরে
জলশূন্যতাও দেখা দেয়


খালিপেটে চা-পানে কী
সমস্যা হচ্ছে খেয়াল রাখুন



প্রয়োজনে কথা বলুন
বিশেষজ্ঞের সঙ্গে