পেঁয়াজে আছে সালফার, যা কোলাজেন বাড়াতে সাহায্য করে, রক্ত প্রবাহ বাড়ে এবং চুলও গজায়

Published by: ABP Ananda

পেঁয়াজের রস তৈরি করে স্ক্যাল্প লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে নারকেল তেলে

Published by: ABP Ananda

অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাক্টেরিয়া উপাদান যুক্ত হওয়ায় স্ক্যাল্পের সংক্রমণ দূর করে এবং নতুন চুল গজায়

Published by: ABP Ananda

খুসকি দূর করে স্ক্যাল্প পরিষ্কার রাখে অ্যালোভেরা, এর ফলে স্ক্যাল্প থাকে সতেজও

Published by: ABP Ananda

অ্যালোভেরার নির্যাস বের করে পেস্ট করে নিতে হবে, এরপর ওই পেস্ট স্ক্যাল্প ও চুলে লাগাতে হবে

Published by: ABP Ananda

মেথিতে আছে প্রোটিন এবং নাইকোটোনিক অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে

Published by: ABP Ananda

রাতভর মেথি ভিজিয়ে তা পেস্ট করে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

প্রায় সবারই রান্নাঘরে থাকে মধু এবং অলিভ ওয়েল, দু চামচ তেলের সঙ্গে মিশিয়ে নিন সামান্য পরিমাণ মধু

Published by: ABP Ananda

এই মিশ্রণ চুল মসৃণ করে, স্ক্যাল্পে পুষ্টি জোগায় ফলে চুল বাড়ে দ্রুত

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda