রোজকার ধুলো-ধোঁয়া থেকে বাঁচিয়ে ত্বককে জেল্লাদার করবেন কীভাবে ? অনেক ক্রিম-লোশন লাগিয়েও উপকার মেলেনি ? এক কুচি আদাতেই ফেরাবে হারানো ত্বকের জেল্লা। আদার রস মুখে মাখলে পাবেন অনেক উপকার। মুখ ভাল করে ধুয়ে জল শুকোলে আদার রস লাগান। ব্রণ দূর করে আদার রস, ত্বকের শুষ্কতাও কমায়। এছাড়া মধুর সঙ্গে আদার রস মিশিয়েও মুখে লাগানো যায়। আবার অনেকে দইয়ের সঙ্গেও আদা মিশিয়ে লাগান। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।