ঘরের দরজা, জানলার পর্দার রঙের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু শাস্ত্রে

Published by: ABP Ananda

এই রঙের উপর নির্ভর করে বাড়ির পরিস্থিতি, অনুভূতি, মনোভাব কেমন হবে 

Published by: ABP Ananda

পাশাপাশি আর্থিক, মানসিক পরিস্থিতি, রোগের প্রকোপ কতটা হবে তাও নির্ভর করে

Published by: ABP Ananda

পরিবারে বিবাদ থাকলে নীল রঙের পর্দা উত্তরমুখে রাখতে পারেন 

Published by: ABP Ananda

পাশপাশি সম্পর্কের মধুরতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন গোলাপী রং

Published by: ABP Ananda

লাল রঙের পর্দা দক্ষিণমুখী হওয়া উচিত, এতে পারস্পরিক সমঝোতা বাড়ে

Published by: ABP Ananda

স্বামী-স্ত্রীর মধ্য বিবাদ থাকলে শোওয়ার ঘরে রাখতে পারেন কমলা রঙের পর্দা 

Published by: ABP Ananda

পুজোর ঘরে পর্দার রং হওয়া উচিত হলুদ, এতে জ্ঞান, ধৈর্য্য, আধ্যাত্মিক চেতনা বাড়ে 

Published by: ABP Ananda

কেরিয়ারে সাফল্য চাইলে পূর্ব দিকে সবুজ রঙের পর্দা ব্যবহার করতে পারেন  

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda