শীতকাল মানেই তো সবজির সময়, প্রচুর রকমের সবজি জন্মায় শীতকালে।

Published by: ABP Ananda
Image Source: paxels

স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মরসুমী ফল ও সবজি ভীষণ জরুরি। সেই কারণে চিকিৎসকেরাও বলেন শীতে পাতে সবজি রাখতে।

Image Source: paxels

তবে শীত মানেই যে যা ইচ্ছা সবজি খাওয়া যায়, এমন নয়। বেশ কিছু সবজি রয়েছে যেগুলো শীতকালে খেলেই বিপত্তি!

Image Source: paxels

টম্যাটো মূলত গরমকালে খাওয়ার সবজি। শীতকালে এই সবজি খাওয়া, বিশেষ করে কাঁচা খাওয়া থেকে বিরত থাকাই ভাল।

Image Source: paxels

শীতকালে শসার মতো ঠাণ্ডা সবজি এড়িয়ে যাওয়াই ভাল। এটি ও মূলত গরমের সবজি।

Image Source: social media

শসাতে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে ঠাণ্ডা করতে সাহায্য করে। এটা গরমকালে খুব ভাল হলেও, শীতের পক্ষে খারাপ।

Image Source: social media

শীতে নিয়মিত শসা খেলে সর্দি কাশি ও ঠাণ্ডা লাগার মতো সমস্যা হতে পারে।

Image Source: paxels

শীতকালে লাউ খেলে হজমের সমস্যা হতে পারে, তাই এই সবজি এড়িয়ে যাওয়াই শ্রেয়।

Image Source: paxels

শীতে শাক পাতা কম খাওয়া ভাল, এতে অনেক সময়ে ইনফেকশনের সমস্যা দেখা যায়।

Image Source: paxels

শীতের যে সবজিগুলো এই মরসুমে ফলে না, সেগুলি না খাওয়াই ভাল।

Image Source: paxels