হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য 'আশীর্বাদ' এই ট্যাবলেট

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমান খারাপ লাইফস্টাইল ও ভুল খাদ্যাভ্যাসের কারণে হার্ট অ্যাটাকের ঘটনা দ্রুত বাড়ছে।

Image Source: pexels

হার্ট অ্যাটাক হলে হৃদযন্ত্রের ধমনীতে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।

Image Source: pexels

যদি এমন সময়ে দ্রুত চিকিৎসা না পাওয়া যায়, তবে রোগীর জীবন কয়েক মিনিটের মধ্যেই চলে যেতে পারে।

Image Source: pexels

হার্ট অ্যাটাকের প্রথম ১ ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়, যদি এই সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায় তবে জীবন বাঁচানো যেতে পারে।

Image Source: pexels

সম্প্রতি ডক্টর সাকেত গোয়েল ইনস্টাগ্রামে জানিয়েছেন যে এই ট্যাবলেট হার্ট অ্যাটাকের রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে।

Image Source: pexels

আসুন জেনে নিই হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য কোন ট্যাবলেট আশীর্বাদস্বরূপ।

ডাক্তার সাকেত গোয়েল বলেছেন যে হার্ট অ্যাটাকের রোগীদের জন্য ডিস্পিরিন ট্যাবলেট আশীর্বাদস্বরূপ।

Image Source: pexels

ডিস্পিরিন এমন একটি ট্যাবলেট যা রক্তের ঘনত্ব কমায়, এটি শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় না।

Image Source: pexels

যদি কোনো ব্যক্তি বুকে ব্যথা, ঘাম, শ্বাসকষ্টের মতো হার্ট অ্যাটাকের লক্ষণ অনুভব করেন, তাহলে তৎক্ষণাৎ ডিসপ্রিন চিবানো উপকারি।

Image Source: pexels

ডাক্তারের মতে, হার্ট অ্যাটাকের রোগীদের ওষুধ চিবিয়ে খাওয়া উচিত, যাতে এটি দ্রুত কাজ করে।

ডিসক্লেমার- লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels