চিয়া সিডস, কুমড়োর বীজ, ফ্ল্যাক্স সিডস, তিলের বীজ- এইসব বীজও ওজন কমাতে সাহায্য করে। নিরামিষ খাবার হিসেবে ডায়েট মেনুতে এগুলি রাখতে পারেন।
এই সমস্ত বীজগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সবই রয়েছে। ফলে ওজন কমানোর পাশাপাশি সঠিক মাত্রায় পুষ্টিরও জোগান দেবে।
ফল খাওয়া সব সময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। তাই যাঁরা ডায়েট করছেন তাঁরা পাতে মরশুমের একটা ফল অন্তত রাখুন। ওজন কমার পাশাপাশি আরও অনেক উপকার পাবেন।
কম ক্যালোরি যুক্ত ফলের ক্ষেত্রে কমলালেবু, আপেল এগুলি রাখতে পারেন। এইসব ফলে ভিটামিন, মিনারেলস, ফাইবার, প্রোটিন সবই থাকে। ফলে সার্বিক ভাবে স্বাস্থ্যের খেয়াল রাখবে।