IBS পেটের এক ধরনের সমস্যা যাতে পেট ব্যথা, পেট ফাঁপা, ডাইরিয়া এমনকী কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও হতে পারে

Published by: ABP Ananda

টম্যাটোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন, অ্যাসিডের পরিমাণ কম হওয়ায় IBS রোগীদের জন্য উপকারী

Published by: ABP Ananda

বিটা ক্যারোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে রাঙালুতে, যা হজম হয় সহজেই

Published by: ABP Ananda

ক্যাপসিকাম, বেল পেপারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সহজপাচ্য হওয়ায় স্বাস্থ্যের পক্ষে উপকারী

Published by: ABP Ananda

আলুতে রয়েছে পটাসিয়াম, সহজেই হজম হয় এই সবজি, পাশাপাশি পাওয়া যায় এনার্জিও

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজিতে রয়েছে ফাইবারও, যা পেটের পক্ষে আরামদায়ক

Published by: ABP Ananda

বিনসে আছে ফাইবার এবং সহজেই হজম হওয়ায় পেটের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে

Published by: ABP Ananda

ফাইবার এবং ভিটামিন A সমৃদ্ধ গাজর, পেটের জন্য উপকারী এবং সহজেই হজম হতে পারে

Published by: ABP Ananda

ভুট্টায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের সমস্যা কমায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda