তিসি দিয়ে তৈরি করে নিতে পারেন তেল, গরম করে মেখে নিন স্ক্যাল্পে; রক্ত সঞ্চালনা হবে, গজাবে নতুন চুল

Published by: ABP Ananda

তিসির জেল তৈরি করে তাতে মিশিয়ে নিন মধু, ওই মাস্ক স্ক্যাল্প এবং চুলে মেখে এক ঘণ্টা মেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

চুল ছেঁড়া কমাতে প্রতিদিন সামান্য পরিমাণ তিসির তেল ব্যবহার করতে পারে

Published by: ABP Ananda

তিসির জেলের সঙ্গে দই মিশিয়ে মাখলে চুল ঘন হয়, সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

শুধু ব্যবহারই নয় তিসি স্মুদির সঙ্গে মিশিয়ে খেলেও চুল গজাতে পারে দ্রুত

Published by: ABP Ananda

পছন্দের তেলে তিসি মিশিয়ে গরম করে নিন, এরপর ওই তেল উষ্ণ অবস্থায় স্ক্যাল্পে ব্যবহার করুন

Published by: ABP Ananda

তিসির জেল তৈরি করে তা শ্য়াম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, চুলে মিলবে ভরপুর পুষ্টি

Published by: ABP Ananda

তিসির জল তৈরি করে তা দিয়ে চুল ধুতে পারেন, এতে ফলিকল শক্ত হয় এবং ঘনত্ব বাড়ে

Published by: ABP Ananda

তিসি এবং চিসা সিডসের সঙ্গে দুধ মিশিয়ে পুডিং তৈরি নিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় স্বাস্থ্য ঠিক থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda