চুল রুক্ষ হোক বা চুল পড়ার সমস্যা হোক, ঘরোয়া দুই উপাদানে মিলতে পারে ফল



দু চামচ মেথি দু কাপ জল দিয়ে রাতভর ভিজিয়ে রাখতে হবে



এবার ওই মেথি জল সহ অন্য একটি পাত্রে ঢেলে ফোটাতে হবে, আঁচ রাখতে হবে একদম কম



ওই মিশ্রণে মেশাতে হবে দু চামচ তিসি বীজ



আঁচ কম রাখা অবস্থাতেই নাড়তে হবে ভালভাবে, দেখা যাবে জেল হয়ে গিয়েছে



আঁচ বন্ধ করে ওই জেল ঠান্ডা করার জন্য রাখতে হবে



ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিতে হবে জেল



জেলের ভালভাবে মেশাতে হবে কোনও হেয়ার ওয়েল



এবার চুলে ওই জেল লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।