অনেকেই মনে করেন, শীতকাল হল জমিয়ে খাওয়া দাওয়া করার সময়। গরমে অনেক সময় বদহজম হলেও, শীতকালে তা হওয়ার সম্ভাবনা নেই।

Published by: ABP Ananda
Image Source: pexels

এই কথা আসলে কতটা সত্যি? শীতকাল কী যে কোনও খাবার যথেচ্ছভাবে খাওয়ার উপযুক্ত নাকি মেনে চলা উচিত কিছু নিয়ম?

Image Source: pexels

শীতকালে আসলে হজম ক্ষমতা খুব ধীরগতিতে হয়, ফলে খাওয়া দাওয়া করতে হবে সামলে।

Image Source: pexels

শীতকালে কী কী জিনিস খেলেই বিপত্তি? এক নজরে দেখে নেওয়া যাক

Image Source: pexels

শীতকালে নরম পানীয় এড়িয়ে চলাই ভাল। এতে গলায় বিভিন্ন ইনফেকশন হতে পারে, শরীরের স্বাভাবিক তাপমাত্রার ব্যাঘাত ঘটে।

Image Source: pexels

যাঁদের সাইনাসের সমস্যা আছে, তাঁদের জন্য শীতকালে আইসক্রিম না খাওয়াই ভাল। এতে সাইনাস আর কফের মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

দই পেট ঠাণ্ডা করে, কিন্তু শীতকালে রাতে কখনোই দই খাবেন না। সকালে খেলেও গরম খাবারের সঙ্গে খাবেন।

Image Source: pexels

শীতকালে কাঁচা সালার্ড না খাওয়াই ভাল, এতে হজমে সমস্যা হতে পারে। সবজি সিদ্ধ করে খান।

Image Source: pexels

শীতকালে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

Image Source: pexels

শীতকালে ভাজা খাবার এড়িয়ে চলা ভাল, এগুলি হজম হতে সময় লাগে, বদহজম ও হতে পারে।

Image Source: pexels