মোবাইল ফোনে জীবাণু! ঘটতে পারে বড় বিপদ, কীভাবে পরিষ্কার করবেন?

Published by: ABP Ananda
Image Source: pexels

মোবাইল ফোন এমন একটা জিনিস যা আমরা রোজ সবচেয়ে বেশি ব্যবহার করি

Image Source: pexels

ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে

Image Source: pexels

যদিও অনেক গবেষণায় দেখা গিয়েছে যে, স্মার্টফোন জীবাণুর সবচেয়ে বড় বাসস্থান হতে পারে

Image Source: pexels

কীভাবে ফোনে থাকা বিষাক্ত ব্যাকটিরিয়া পরিষ্কার করবেন?

Image Source: pexels

জীবাণুর হাত থেকে বাঁচতে মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনটি পরিষ্কার করতে পারেন

Image Source: pexels

মাইক্রোফাইবার কাপড়কে ভিজিয়ে মৃদুভাবে ফোনের স্ক্রিন ও পিছনের দিক পরিষ্কার করতে পারেন

Image Source: pexels

ফোন পরিষ্কার করার জন্য বাজারে একটি লিকুইডও পাওয়া যায়, যা ব্যাকটিরিয়া নষ্ট করে

Image Source: pexels

ফোনের কভার মাঝে মধ্যে হাল্কা গরম জল ও সাবান দিয়ে ধুতে পারেন

Image Source: pexels

ফোনের ব্যাকটিরিয়া পরিষ্কার না করলে রোগ ছড়াতে পারে, আক্রান্ত হতে পারেন আপনিও, তাই সাবধান

Image Source: pexels