ডায়াবেটিস হলে কি ত্বকে কালো ছোপ পড়ে যায় ?

সুগার ত্বকের পাশাপাশি শরীরে স্নায়ু ও রক্তপ্রবাহকে প্রভাবিত করতে পারে

শরীরে যখন সুগারের স্তর বেড়ে যায় তখন ত্বকে মেলানিনের স্তর বাড়িয়ে দেয়

মেলানিন একপ্রকার পিগমেন্ট

এর কারণে ত্বকে গভীর কালো ছোপ পড়ে যায়

এই পরিস্থিতিকে Acanthosis nigricans বলা হয়

কালো এই ছোপ ঘাড়, কোমর ও বগলে দেখা যায়

কখনো কখনো এই সমস্যা হাত, কনুই ও হাঁটুতে দেখা যায়

স্থূসতা বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করলে এই সমস্যার সমাধান হতে পারে

যদিও এই দাগ ত্বকের কোনও ক্ষতি করে না