Image Source: Pixabay

গরম বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব।

Image Source: Freepik

ঘর ভর্তি মশা থাকলে নাজেহাল দশা হয়ে যায়।

Image Source: Freepik

আর সেই মশার কামড়েই সারা গায়ে লাল ফোলা ভাব।

Image Source: Freepik

মশার কামড়ে এরকম ফুলে যায় কেন ত্বক ?

Image Source: Freepik

এর পিছনে আদপে আমাদেরই রোগ প্রতিরোধ ক্ষমতা লুকিয়ে।

Image Source: Freepik

মশার কামড়ের সঙ্গে আমাদের শরীরে তৈরি হয় হিস্টামিন।

Image Source: Freepik

হিস্টামিন মশার কামড়ের জায়গায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়।

Image Source: Freepik

এমনকী শ্বেত রক্তকণিকার সংখ্যাও বাড়িয়ে দেয় ঐ স্থানে।

Image Source: Freepik

এর ফলে শরীরে প্যাথোজেন, ভাইরাস, ব্যাক্টেরিয়া ঢুকতে পারে না।

Image Source: Freepik

তাই মশার কামড়ের জায়গা ফুলে যায় ও চুলকানি হয়।