সর্দি-কাশির সমস্যা কমাতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এছাড়াও পাতিলেবুর রস মেশানো হাল্কা গরম জলের রয়েছে অনেক গুণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাল্কা গরম জলে লেবু মিশিয়ে খেতে পারলে একাধিক উপকার পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে এই লেবুজলের মধ্যে আরও একটি উপকরণ মিশিয়ে কিংবা ভিজিয়ে খেতে পারলে ঠান্ডা লাগার সমস্যা দ্রুত উধাও হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই উপকরণ মেশানো লেবুজল খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কমবে ওজনও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে দেখে নিন লেবুজলের মধ্যে কোন উপকরণ মিশিয়ে খেলে আপনি সারা শীতে সুস্থ থাকবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পাতিলেবুর রস মেশানো জলে ভিজিয়ে নিতে হবে কয়েকটা লবঙ্গ। তারপর ভালভাবে ছেঁকে ওই পানীয় খেতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবু এবং লবঙ্গ মেশানো জল খেতে পারলে শরীরে জমে থাকা কফ সহজে বেরিয়ে যাবে। আরাম পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সর্দি, কাশির সমস্যা হলে গলা ব্যথাও হয়। এই সমস্ত সমস্যা দূর করবে লবঙ্গ মেশানো লেবুজল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রথমে লবঙ্গ দিয়ে জল ফুটিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নিন লেবু আর মধু। ঠান্ডার সমস্যা কমানোর পাশাপাশি এই পানীয় কমায় ওজনও।

Published by: ABP Ananda
Image Source: Pexels