খেজুর খেলে অনেক উপকার পাওয়া যায়। স্বাস্থ্যের পক্ষে এই ড্রাই ফ্রুটস খাওয়া খুবই ভাল অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিরিয়ডসের সময়ে খেজুর খেলেও আপনি অনেক উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিরিয়ডসের সময় মহিলারা কেন খেজুর খাবেন? খেলে কী কী উপকার পাবেন? দেখে নিন একনজরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেশিরভাগ মহিলারই পিরিয়ডসের সময় পেটে অসহ্য যন্ত্রণা হয়। তুলপেটে ক্র্যাম্প।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খেজুর খেলে পিরিয়ডসের সময় এই ব্যথা থেকে কিছুটা আরাম পাওয়া সম্ভব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিরিয়ডসের সময় নাগাড়ে রক্তক্ষরণে অনেকের হিমোগ্লোবিন কমে যায়। দুর্বল লাগে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খেজুরে প্রচুর আয়রন থাকার ফলে পিরিয়ডসের সময় এটা খেলে আয়রনের ঘাটতিতে হিমোগ্লোবিন কমবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিরিয়ডসের সময় অনেক মহিলাই একটু বেশি ক্লান্তি অনুভব করেন। এনার্জির জোগান পাবেন খেজুর খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রক্ত পরিশ্রুত হতে সাহায্য করে খেজুর। এমনকি পিরিয়ডসের সময় ক্লট পরিষ্কার হতে সাহায্য করে এই ড্রাই ফ্রুটস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খেজুর খেলে নিয়মিত পিরিয়ডস হবে আপনার। অনেকেরই নিয়মিত পিরিয়ডস হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেই অসুবিধা দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels